Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওভার ব্রিজের নিচে ভবঘুরে নারীর বাচ্চা প্রসব, ঢামেকে ভর্তি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ৪:৩২ এএম

রাজধানীর শ্যামপুর জুরাইন রেলগেট এলাকার ওভার ব্রিজের নিচেই বাচ্চা প্রসব করেছেন এক ভবঘুরে অজ্ঞাত নারী (৩০)। তবে পুলিশের সহযোগিতায় নারী ও নবজাতককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রেলগেট ওভার ব্রিজের নিচে বাচ্চা প্রসব করেন ওই নারী।

বুধবার রাতে শ্যামপুর থানার এসআই এমদাদুল হক বলেন, সকাল ১১টার দিকে লোক মারফত সংবাদ পাই জুরাইন রেলগেট ওভার ব্রিজের নিচে এক ভবঘুরে অজ্ঞাত নারী একটি মেয়ে বাচ্চা প্রসব করেন। খবর পেয়ে ওই নারী ও নবজাতককে হাসপাতালে ভর্তি করি।

তিনি আরও বলেন, ওই এলাকার লোকজনের কাছ থেকে জানতে পেরেছি, জুরাইন রেলগেট এলাকায় ঘুরে বেড়াতেন ওই নারী। পরে সকালে জুরাইন রেলগেট ওভার ব্রিজের নিচে বাচ্চা প্রসব করেন। পরে নবজাতকসহ তার মাকে হাসপাতালে ভর্তি করি।

ওই নারী হাসপাতালের ২১২ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরে রক্ত লাগবে।

হাসপাতালের ২১১ নম্বর ওয়ার্ডের নবজাতক বিভাগের দায়িত্বরত চিকিৎসক মনহেন্দ্র ঘোষ জানান, নবজাতক সুস্থ আছে। ওজন হয়েছে দুই কেজি ৪০০ গ্রাম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ