Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ এটিএম শামসুজ্জামান ও পপির জন্মদিন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১০ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ্য অভিনেতা এটিএম শামসুজ্জামান ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি’র আজ জন্মদিন। এটিএম শামসুজ্জামান দীর্ঘদিন ধরে অসুস্থাবস্থা থেকে খানিকটা সুস্থ হয়ে উঠেছেন বলে জানান তার সহধর্মিনী রুনী জামান। রাজধানীর সূত্রাপুরের বাসাতেই নিজের মতো করে সময় কাটাচ্ছেন এটিএম শামসুজ্জামান। জন্মদিনের প্রসঙ্গ আসতেই এটিএম শামসুজ্জামান বলেন, ‘আমি কোনদিন জন্মদিন উদযাপন করিনি। কিন্তু দিনটিকে ঘিরে কীভাবে যেন একটি উৎসবের সৃষ্টি হয়ে যায়। গত বছর আমার মেয়ের বাসায় ছিলাম। চলচ্চিত্র-নাটকের অনেকেই আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, শুভেচ্ছা জানাতে এসেছিলেন। কিন্তু এই বছর মনে হয় আর সেই সুযোগটা থাকলো না। করোনা’র কারণে সবার মধ্যেই একটা ভয় আছে। আমাকেও অনেক সতর্ক থাকতে হচ্ছে। আল্লাহ আমাকে ভালো রেখেছেন। আমার ইচ্ছে করলেও কাউকে দেখার সুযোগ নেই। শুধু দূর থেকে সবার দোয়া চাই, ভালোবাসা চাই। আল্লাহ যেন সুস্থ রাখেন আমাকে, আমার পরিবারের সবাইকে। এদিকে পপি’র এবারের জন্মদিন একটু ভিন্নভাবে কাটানোর ইচ্ছে থাকলেও করোনার কারণে তা আর করা হয়ে উঠছে না। তিনি জানান, আজ দুপুর ১২.৩০ মিনিট থেকে চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহন করবেন তিনি। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন রাজু আলীম। পপি বলেন, ‘করোনা’র কারণে এবারের জন্মদিন নিয়ে বিশেষ কোন পরিকল্পনা নেই। কারণ, প্রতিদিনই করোনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন। আবার কিছুদিন আগে নারায়ণগঞ্জে মসজিদে গ্যাস বিস্ফোরণের কারণে অনেক মানুষ মারা গিয়েছেন। সবমিলিয়ে মন ভালো নেই। ফলে জন্মদিন নিয়ে কিছুই ভাবছিনা। শুধু সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। জন্মদিনে এই দুই অভিনয় শিল্পীকে বিনোদন প্রতিদিনের পক্ষ থেকে শুভেচ্ছ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এটিএম-পপি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ