Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় নারী বেসবল শুরু

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ৮:১০ পিএম

জাতীয় নারী বেসবলের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ আনসার, বাংলাদেশ পুলিশ, সাভারের কমিউনিটি স্পোর্টস ক্লাব এবং স্যান্ড অ্যাঞ্জেল বেসবল ক্লাব। বুধবার পল্টন ময়দানে শুরু হয়েছে আট দলের দু’দিন ব্যাপী টুর্নামেন্টটি। শুরুর দিনে বাংলাদেশ আনসার ২২-০ পয়েন্টে এসকেএসপি সিরাজগঞ্জকে, বাংলাদেশ পুলিশ ১১৬-০১ পয়েন্টে গাজীরচট বেসবল ক্লাবকে, কমিউনিটি স্পোর্টস ক্লাব ৩-০ পয়েন্টে নড়াইল জেলাকে এবং স্যান্ড অ্যাঞ্জেল বেসবল ক্লাব ১৮-০ পয়েন্টে ঢাকা জেলাকে হারিয়ে শেষ চারে পৌঁছে। বেসবলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন বলেন, ‘প্রতিযোগিতায় আটটি দল অংশ নিলেও ঢাকার বাইরে থেকে কোনো খেলোয়াড় আসেননি। বিভিন্ন সংস্থা ও জেলার যেসব খেলোয়াড়রা ঢাকায় রয়েছে, কেবল তাদের নিয়েই এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সুতরাং স্বাস্থ্য ঝুঁকির কোনো সুযোগ নেই। এছাড়া বেসবলে সামাজিক দূরত্ব বজায় ছিল। যারা সেরা ৯ জনের বাইরে থাকছেন তারা বাধ্যতামূলকভাবে সামাজিক দূরত্ব মেনে বসেছেন এবং সবাই বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করেছেন।’



 

Show all comments
  • Jack Ali ৯ সেপ্টেম্বর, ২০২০, ৯:০৪ পিএম says : 0
    Allah [SWT] didn't created women to play all these sports-- they can learn warfare/unarmed combat etc>
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ