Inqilab Logo

শুক্রবার , ২ জুন ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪২৯, ১২ যিলক্বদ ১৪৪৪ হিজরী

মার্সেলের সাঁওতালী গান

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঈগল মিউজিক প্রকাশ করতে যাচ্ছে সঙ্গীত পরিচালক মার্সেলের ‘কালো জলে কুচলা তলে’ শিরোনামে একটি সাঁওতালী গান। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সঙ্গীত পরিচালনা করেছেন মার্সেল নিজেই। জিপি মিউজিক অ্যাপস ব্যবহারকারীরা গানটি চাইলে এখনি শুনতে পাবেন জিপি মিউজিক প্ল্যাটফর্ম থেকে। মার্সেল বলেন, এটি আমার খুব পছন্দের একটি সাঁওতালী গান। সাঁওতালীদের গানের সংস্কৃতি খুবই সমৃদ্ধ। এমন গানে গাওয়া বিরল। অধিকাংশ সাঁওতালী গান পশ্চিমবঙ্গে বহুল প্রচলিত। বাংলা ভাষায় রচিত সীমিত সংখ্যক সাঁওতালী গানের মধ্যে ‘কালো জলে কুচলা তলে’ গানটি অন্যতম। আমি সঙ্গীতায়োজন ও গায়কীতে চেষ্টা করেছি তাদের ঢংটা ফুটিয়ে তুলতে। বাঙ্গালী তথা বিশ্ব আদিবাসীদের প্রতি শ্রদ্ধা জানাতেই আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মার্সেলের সাঁওতালী গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ