Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘নির্দেশ ছাড়া একজন রোহিঙ্গাও হত্যা, ধর্ষণ বা নির্যাতনের শিকার হননি’ : দুই সেনা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ৬:১৭ পিএম

একজন রোহিঙ্গাও নির্দেশ ছাড়া হত্যা, ধর্ষণ বা নির্যাতনের শিকার হননি বলে জানান আন্তর্জাতিক আদালতে জবানবন্দী দিতে যাওয়া মিয়ানমারের দুই সেনা। তারা ইতোমধ্যে ব্রাসেলসে পৌঁছেছেন। দুই সেনার সাক্ষ্যে মোড় ঘুরতে পারে গণহত্যা মামলার। –আল জাজিরা, এনবিসি
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, এই দুইজন কোনও সাধারণ স্বাক্ষী বা প্রত্যক্ষদর্শী নন। এরা সরাসরি গণহত্যার নির্দেশ পেয়েছেন। এবং একটা পর্যায় পর্যন্ত তাতে অংশ নিয়েছেন। এই দুই সৈনিক জানিয়েছেন, ২০১৭ সালের ২৫ আগস্ট রাত ৩টায় শুরু হয় নিধনযজ্ঞ। ভিডিও স্বাক্ষ্যতে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসিকে সৈনিক মায়ো উইন তুন বলেন, ৫৬৫তম লাইট ইনফেনট্রি ব্যাটেলিয়নের কর্নেল সৈনিকদের বলেন, এই এলাকার সকল রোহিঙ্গা গ্রামবাসীকে মুছে ফেলতে হবে।

তারা বলেন, কাউকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ পাই আমরা। সামরিক নির্দেশেই আমরা জড়ো করা মুসলিম পুরুষদের কপাল বরাবর পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করি এবং তাদের লাথি মেরে কবরে নিক্ষেপ করি। এই স্বাক্ষ্যের পর ধারণা করা হচ্ছে আদালত খুব সহজেই মিয়ানমার সেনাবাহিনীকে অভিযুক্ত করতে পারবেন। এর আগে গাম্বিয়ার করা মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ