Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুর থেকে চোরাইকৃত লরি চট্টগ্রাম থেকে উদ্ধার

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ২:২০ পিএম

লক্ষ্মীপুর থেকে চুরি হওয়া ১৮ চাকার একটি লরি চট্টগ্রাম জেলার কবিরহাট এলাকা থেকে উদ্ধার করা হয়। লক্ষ্মীপুর সদর থানার পুলিশ উপ-পরিদর্শক মোঃ সোহেল মিয়া বুধবার গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

এ ঘটনায় লরি চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত লরি চালক ইউসুফ সদর উপজেলার নন্দনপুর গ্রামের বাসিন্দা ও হেলপার রাজু সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা।

মামলার তদন্ত কর্মকর্তা এস আই সোহেল মিয়া জানান, ৫ সেপ্টেম্বর লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার বেলতলী এলাকা থেকে লরিটি চুরি হয়। এ বিষয়ে লক্ষ্মীপুর মডেল থানায় একটি মামলা হয়। মামলা নং ০৯। পুলিশ তৎপরতা চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে চট্টগ্রাম জেলার কবিরহাট এলাকা থেকে লরিটি উদ্ধার করে। এঘটনায় লরিটির ড্রাইভার ও হেলপারকে গ্রেপ্তার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্ধার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ