Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

করোনায় মারা গেলেন ডা. নির্মলেন্দু চৌধুরী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সাবেক পরিচালক ডা. নির্মলেন্দু চৌধুরী মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) পরিচালক ডা. মিলি দে জানান, ডা. নির্মলেন্দু চৌধুরীর বাড়ি বগুড়ার দুপচাচিয়া উপজেলায়। ২০১৮ সালের মার্চ মাসে তিনি ইনস্টিটিউট অব পাবলিক হেলথের পরিচালক হিসেবে অবসর নেন।

এদিকে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ) জানিয়েছে, করোনায় এ পর্যন্ত দেশে ১১১ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ১১ জন। মোট শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৬৮ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৩৭ জন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডা. নির্মলেন্দু চৌধুরী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ