রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ফরিদপুর জেলা সংবাদদাতা
ফরিদপুর জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের একাংশের মধ্যে বইছে চাপা ক্ষোভ। অপর অংশে আনন্দ উল্লাস, মিছিল, মিষ্টি বিতরণ চলছে। বিএনপির কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটির স্থায়ী কমিটিতে স্থান পান নাই ফরিদপুরের ৫ বারের সংসদ সদস্য, ৩ বারের সফল মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ। ফরিদপুরে দীর্ঘ বছর ধরে জেলা বিএনপি কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। একটি গ্রুপ চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিপক্ষে নেতৃত্ব দিতেন। তিনি হচ্ছেন- ফরিদপুর জেলা বিএনপি সভাপতি ও সদ্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা নিয়োগপ্রাপ্ত আলহাজ জহিরুল হক শাহজাদা মিয়া। ফরিদপুর জিয়া পরিষদের সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হান্নান বলেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফকে স্থায়ী কমিটিতে স্থান না দেয়ায় ফরিদপুরের জন্য রাজনীতিতে বিরাট ক্ষতি হয়ে গেল। চৌধুরী কামাল ইবনে ইউসুফ বৃহত্তর ফরিদপুরের বিএনপির প্রতিষ্ঠাতা থেকে এ পর্যন্ত হাল ধরে রেখেছেন এবং তিনি জনপ্রিয়তার কারণে ৫ বার সংসদ সদস্য হন এবং ৩ বার সুনামের সাথে মন্ত্রীর দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় যুবদলের নেতা মাহবুবুল হাসান পিংকু বলেন, ফরিদপুরে চৌধুরী কামাল ইবনে ইউসুফের বিকল্প নেই। তার মত বিজ্ঞ একজন নেতার স্থায়ী কমিটিতে প্রয়োজন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।