মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটেনের প্রিন্স হ্যারির স্ত্রী ও সাবেক ডাচেস অব সাসেস্ক মেগান মার্কেল রাজনীতিতে ক্যারিয়ার শুরু করতে পারেন। রোববার সংবাদ মাধ্যম সানডে টেলিগ্রাফে দেয়া এক সাক্ষাতকারে এই কথা জানিয়েছেন তার সাবেক এজেন্ট জোনাথন শালিত।
শালিত জানান, ‘৩৯ বছর বয়সী মেগান এমন একজন সেলিব্রিটি, যার মার্কিন প্রেসিডেন্ট পদে প্রার্থী হওয়ার অধিকার রয়েছে।’ তিনি সাবেক ডাচেস অফ সাসেক্সকে রাজনীতি নিয়ে ‘কখনও কথা বলতে শুনেন নি’ বলে স্বীকার করে বলেন, ‘এটি সম্ভাবনার ক্ষেত্রের বাইরে নয়।’ তার মতে, মেগান আমেরিকান-বংশোদ্ভ‚ত, মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচন করার অধিকার তার রয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ছিলেন একজন ‘বি-লিস্ট’ অভিনেতা, সেখান থেকেই তিনি যিনি হোয়াইট হাউসে এসেছিলেন।
মেগান মার্কেল তার স্বামী প্রিন্স হ্যারির সঙ্গে রাজপরিবারের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অনেক আগেই। বিষয়টি নিয়ে রাজপরিবারের সঙ্গে অনেক ভুল-বোঝাবুঝি এবং দেনদরবার হয়েছে; কিন্তু এই দম্পতিকে আর রাজকীয় দায়িত্বে ফেরানো যায়নি। মেগান বর্তমানে কানাডা এবং যুক্তরাষ্ট্রে বেশি সময় কাটাচ্ছেন। তিনি ভবিষ্যতে কী করতে যাচ্ছেন তা নিয়ে জল্পনাকল্পনাও তুঙ্গে। সূত্র : ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।