মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রাজিলের সমুদ্রে সার্ফিং করতে দেখা গেল ৪ বছরের একটি শিশুকে। তার সার্ফিংয়ের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই শোরগোল পড়ে যায়। সার্ফিং বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ খেলাগুলোর মধ্যে অন্যতম। এ কারণে, শিশুটির সার্ফিং করা দেখে বিস্মিত হয়েছেন অনেকেই।
জানা গেছে, শিশুটির নাম জোয়াও ভিটো। কিন্তু কী ভাবে সে এই অসাধ্য সাধন করল? ভিটোর মা ক্যামেলিয়া জানিয়েছেন, তার বয়স যখন মাত্র দুই বছর, তখনই সে কারও সাহায্য ছাড়া পানির উপর সার্ফবোর্ডে দাঁড়াতে শিখে গিয়েছিল। এমনকি, মাত্র সাত মাস বয়সেই সে সাঁতারের স্কুলেও ভর্তি হয়ে যায়। এর পর বাবা ও বড় বোনকে সমুদ্রে সার্ফিং করতে দেখে তাদেরক অনুসরণ করতে শুরু করে। এর পর সেও সার্ফবোর্ড নিয়ে পানিতে নেমে পড়ে।
ক্যামেলিয়া আরও জানিয়েছেন, এখন ভিটোর বয়স চার বছর। তার নিজের একটি সার্ফবোর্ড কেনা হয়েছে। তবে পেশাদার ওয়াটার স্পোর্টসে তাকে এখনই নামানোর কথা ভাবছেন না তারা। যদিও অনেকেই তাকে দেখে সেই প্রস্তাব দেন। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলেন, বড়দের অনুকরণ করার প্রবণতা শিশুদের মধ্যে সহজাত। সেই প্রবণতা থেকেই ভিটো এই অসাধ্য সাধন করেছে বলে মনে করছেন তারা। সূত্র : টাইমস নাউ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।