Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাসিকের হোল্ডিং কর নির্ধারণের বিরুদ্ধে দাখিলকৃত মামলা খারিজ

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো
জেলা রাজশাহী সদর সহকারী জজ আদালতে রাজশাহী সিটি কর্পোরেশনের পঞ্চবার্ষিক কর নির্ধারণ কার্যক্রমের বিরুদ্ধে রাজশাহী বার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এড. মো. আফতাবুর রহমানসহ কয়েকজন বিজ্ঞ আইনজীবীর দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। উভয়পক্ষের শুনানী অন্তে গত ৩ আগস্ট এ মামলা খারিজ করেন বিজ্ঞ আদালত। ফলে বর্তমানে রাসিকের ট্যাক্স নির্ধারণ কার্যক্রমের ওপরে আর কোন আইনগত বাধা নেই। বর্তমানে সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত হোল্ডিং করের বিষয়ে রিভিউ আবেদনের শুনানী চলছে। গত ৪ আগস্ট পর্যন্ত ৩২ হাজারের অধিক রিভিউ আবেদন নিষ্পত্তি করা হয়েছে। এখনো যে সকল সম্মানিত নাগরিক কর পুনঃ নির্ধারণের বিষয়ে রিভিউ আবেদন দাখিল করেননি বা করতে পারেননি তাদের আগামী ৩১ আগস্ট ২০১৬ তারিখের মধ্যে আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। রাসিক কর্তৃপক্ষ জনগণের প্রতি শ্রদ্ধা রেখে হোল্ডিং কর পুনঃ নির্ধারণ কার্যক্রম পরিচালনা করছেন। দাখিলকৃত আপত্তিসমূহ সহানুভূতির সহিত বিবেচনা করা হচ্ছে এবং হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাসিকের হোল্ডিং কর নির্ধারণের বিরুদ্ধে দাখিলকৃত মামলা খারিজ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ