প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চিত্রনায়িকা নুসরাত ফারিয়া নির্মাতার খাতায় নাম লেখালেন। তবে কোনো সিনেমা নয়, তিনি একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। একটি নতুন প্রতিষ্ঠানের হ্যান্ড ওয়াসের বিজ্ঞাপন নির্মাণ করেছেন। তিনি নিজেই এতে মডেল হয়েছেন। ত্রিশ সেকেন্ডের বিজ্ঞাপনটির শূটিং তার নিজ বাসায় করেছেন বলে জানান। এরইমধ্যে বিজ্ঞাপনটি দেশের বিভিন্ন চ্যানেলে প্রচার শুরু হয়েছে। এছাড়া গত দশদিন ধরে নুসরাত ওপপো’র নতুন ছয়টি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এরমধ্যে একটি টিভিসি এবং পাঁচটি ওভিসি। টিভিসি নির্মাণ করেছেন সামি এবং পাঁচটি ওভিসি নির্মাণ করেছেন আবিদ মল্লিক। নুসরাত ফারিয়া আগে নিয়মিত উপস্থাপনা করতেন। এখন সিনেমার অভিনয়ে মনোযোগী। খুব বেশিদিন হয়নি সিনেমায় এসেছেন। এরই মধ্যে বাংলাদেশ ও কলকাতায় বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। বাংলাদেশ-কলকাতা মিলিয়ে করোনার কারণে আটকে আছে তার পাঁচটি সিনেমা। যারমধ্যে চারটি সিনেমার কাজ প্রায় শেষ। যে চারটি সিনেমার কাজ শেষের পথে সেগুলো হচ্ছে, দীপংকার দীপনের ‘ঢাকা ২০৪০’,‘ অপারেশন সুন্দরবন’, রাজা চন্দ’র ‘ভয়’ এবং বিরসা দাস গুপ্ত’র ‘বিবাহ অভিযান-টু’। নুসরাত ফারিয়া বলেন, ‘সিনেমায় আমি প্রস্তুতি নিয়েই এসেছি। একটু একটু করে নিজেকে তৈরী করছি। সিনেমায় কাজ করতে এসে মনে হচ্ছে, সিনেমায় কাজ করার নেশা সবচেয়ে বড় নেশা। তাই নিজেকে ধীরে ধীরে সিনেমায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। তবে আমি শুধু সিনেমার শুটিংয়ের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখি না। এর পরবর্তী প্রতিটি ধাপের সাথেও যুক্ত থাকার চেষ্টা করি, যাতে সিনেমা সৃষ্টির বিষয়টি জানতে পারি। আমার কাছে মনে হয় এটা অনেক জরুরী বিষয়।’ উল্লেখ্য, গত ২১ মার্চ রনি রিয়াদ রশিদের সঙ্গে তার অ্যানগেজম্যান্ট সম্পন্ন হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।