Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

কোম্পানীকরণ বন্ধের দাবিতে বিউবোর শ্রমিক সমাবেশ

তিন দিনের কর্মবিরতি ও গণছুটি

প্রকাশের সময় : ৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা
পিডিবিকে কোম্পানীকরণ বন্ধের দাবিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড শ্রমিক-কর্মচারী কর্মকর্তা ঐক্য পরিষদের ডাকে কাপ্তাইয়ে শ্রমকিদের মধ্যে সমাবেশ ও কর্মবিরতি পালন চলছে। গতকাল সোমবার কাপ্তাই বিউবো সকল শ্রমিক, কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ডাকে প্রকৌশল একাডেমীতে গেইট সমাবেশ প্রকৌশল একাডেমী পরিচালক জেড বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন  উপসহকারী কর্মকর্তা নুরুল আলম, হারুন, সহকারী কর্মকর্তা আনিসুজ্জামান, উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, বিউবো শ্রমিক লীগ সভাপতি তাজুল ইসলাম, সম্পাদক আব্দুল ওহাব, রফিকুল ইসলাম ও শাহাবুদ্দীনসহ প্রমুখ। শ্রমিকরা সমাবেশ শেষে কাপ্তাই নতুনবাজার, পেট্রোল পাম্পসহ বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে এবং সমাবেশ থেকে বলা হয় আজ মঙ্গলবার হতে আগামী তিন দিনের কর্মবিরতি পালন এবং গণছুটি পালন করা হবে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোম্পানীকরণ বন্ধের দাবিতে বিউবোর শ্রমিক সমাবেশ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ