মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রেক্সিট নিয়ে ফের কঠিন বিপাকে বরিস জনসন, আল্টিমেটাম দিলেন ইইউ’কে।আগামি ১৫ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট নিয়ে ইউরোপের সঙ্গে কোনো বনিবনা না হলে মুক্ত বাণিজ্য চুক্তিতে সই করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। হাতে ৩৮দিন সময় আছে অথচ ব্রিটেনের রাস্তায় প্রতিবাদকারীদের হাতে প্লাকার্ডে লেখা বলছে ব্রেক্সিট থেকে ফিরে এসো বরিস, ব্রিটেন চলুক আগের সেই শৌর্যে। -সিএনএন
ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিয়ান ইভেস লে ড্রিয়ান বলেছেন, ব্রিটেনের সঙ্গে ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি নিয়ে চূড়ান্ত ফয়সালা জরুরি। তবে বিষয়টি বিস্তারিত আলোচনা হওয়া তারচেয়েও অধিক প্রয়োজন। বরিস জনসন বলছেন, হয় ইউরোপের সঙ্গে আলোচনায় সমঝোতা, তা না হলে ‘নো ডিল’ অর্থাৎ কোনো চুক্তি করবে না ব্রিটেন। কারণ, সার্বভৌমত্ব ও বাণিজ্য স্বার্থ ত্যাগ করে ব্রিটেন কোনো চুক্তি করবে না। কার্যত লন্ডন ও ব্রাসেলস ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি নিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেও চুক্তি করতে সম্ভব হচ্ছে না। চুক্তি না হলে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রিটেন যেমন বাণিজ্যিক সম্পর্ক রাখছে তেমনি ইউরোপের সঙ্গে লেনদেন হবে।
বরিস বলছেন, আমাদের দরজা বন্ধ নয়, বন্ধুত্ব ও অংশীদারিত্বের ভিত্তিতে মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াই বাণিজ্য অব্যাহত রাখব। ব্রিটেনের ব্রেক্সিট পরবর্তী পরিস্থিতি নিয়ে যিনি দরকষাকষি করছেন সেই ডেভিড ফ্রস্ট বলেছেন ইউরোপের সঙ্গে চুক্তির ফলাফল নিয়ে তিনি ভীত নন, কানাডার মত বাণিজ্যের নিয়ন্ত্রণ করতে পারলেও তাকে ব্রিটেন দুর্দান্ত মনে করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।