Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এই সময়টা উপভোগ করতে চাই: ববি দেওল

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৭ সেপ্টেম্বর, ২০২০, ৩:২১ পিএম

বলিউডে একটা সময়ে রীতিমতো দাপিয়ে বেড়িয়েছেন ধর্মেন্দ্র পুত্র ববি দেওল। সে তুলনায় এখন অভিনেতার কাজের ব্যবস্তা খুবই কম। মাঝে তো কয়েকবছর ক্যামেরা থেকে অনেক দূরে চলে গিয়েছিলেন তিনি। তবে সব বিপদ কাটিয়ে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন 'সোলজার' খ্যাত এই চিত্রতারকা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অংশ নিয়েছিলেন ববি দেওল। সেখানে তার এই ক্যামবাককে দ্বিতীয় ইনিংসের সঙ্গে তুলনা করলে অভিনেতা অকপটে জানান, 'সবাই আমাকে গ্রহন করেছে বেশ ভালোই লাগছে। অনেক দিন পরে সবার থেকে প্রশংসা পাচ্ছি। সত্যি বলতে একজন অভিনেতা কিসের জন্য অভিনয় করে? শুধুমাত্র স্বীকৃতির জন্য। আমি এই সময়টা উপভোগ করতে চাই। এখন আমার একটাই লক্ষ্য, দর্শকের ভালো কাজ উপহার দেওয়া।'

'ক্লাস অফ ৮৩' ও 'আশ্রম'-এ অভিনয় প্রসঙ্গে ববি জানান, সৌভাগ্যবশত দুটি চরিত্র একদমই আলাদা। 'ক্লাস অফ ৮৩'তে একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছি। যেটা দর্শক খুব ভালোভাবে গ্রহন করেছে। অন্যদিকে 'আশ্রম' আমার প্রথম ওয়েব সিরিজ। এটি পরিচালনা করেছেন প্রকাশ ঝা। তাই দ্বিতীয়বার চিন্তা না করেই কাজ করতে রাজি হয়েছিলাম। এটাতেও বেশ ভালো সাড়া পেয়েছি।'

ববি দেওলের কথায়, পুরো পৃথিবীর মানুষ কঠিন একটি সময় পার করছেন। তাই অপেক্ষা ছাড়া কোনো উপায় নেই। ওটিটি প্ল্যাটফর্মের কারণে কারো টাকা আটকে থাকছে না, সেটাই বড় কথা। পাশাপাশি আগ্রহ নিয়ে দর্শকেরাও সিনেমা এবং ওয়েব সিরিজগুলো দেখছে। এই সময় কাজের প্রস্তাব আসলে ভেবে দেখব। আর কাজ করলেও নিয়ম ও নির্দেশনা মেনেই শুটিং করতে চাই।

ওই সাক্ষাৎকারে নিজের বাবা ধর্মেন্দ্রকে নিয়ে ববি আরও জানান, আমার বাবা অভিনয়ের জন্য বাড়ি থেকে পালিয়ে মুম্বাই এসেছিলেন। একজন আউটসাইডার হয়েও ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন। ক্যারিয়ারে অসংখ্য সুপারহিট সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রিতে যারা নতুন তাদেরকে বলব, বাবার কাছ থেকে অনুপ্রেরণা নিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ