Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

দুইদিনে ১৬টি মনোনয়নপত্র বিক্রি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৫ পিএম

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে শনিবার মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। প্রথমদিন দুই সহ-সভাপতি ও তিন সদস্য পদে মনোনয়ন কিনেছেন পাঁচ প্রার্থী। রোববার মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে সংগ্রহ করলেন আরও ১১ জন। এদের মধ্যে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি শেখ মুহাম্মদ মারুফ হাসান সহ-সভাপতি পদে মনোনয়নপত্র কিনলেও বাকি দশজন কিনেছেন সদস্য পদে। এরা হলেন- নোয়াখালীর আবদুল ওয়াদুদ পিন্টু, নাটোরের সৈয়দ মোস্তাক আলী মুকুল, নীলফামারীর আরিফ হোসেন মুন, খুলনার অ্যাডভোকেট সাইফুল ইসলাম, বরিশালের আ ন ম আমিনুল হক মামুন, স্বতন্ত্র মনজুরুল আহসান, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন, ওয়ারী ক্লাবের মহিদুর রহমান মিরাজ, সিটি ক্লাবের ইমতিয়াজ সুলতান জনি এবং অগ্রনী ব্যাংকের হাজী মো. রফিক। সোমবার বিতরণের শেষ দিনে সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি পদসহ অন্যরা মনোনয়নপত্র সংগ্রহ করবেন। আগেরদিন সহ-সভাপতি পদে মনোনয়নপত্র কিনেছেন বাফুফের বর্তমান নির্বাহী কমিটির দুই সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিথ আউয়াল। তবে যে তিনজন সদস্য পদে মনোনয়নপত্র কিনেছেন তারা সবাই নতুন। এদের মধ্যে আছেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের ফুটবল ম্যানেজার আমের খান, নোফেল স্পোর্টিং ক্লাবের সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক হাজি মো. টিপু সুলতান।

বাফুফের নির্বাচনে সভাপতি পদের মনোনয়নপত্রের মূল্য ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি পদের মূল্য ৭৫ হাজার টাকা, সহ-সভাপতি পদের মনোনয়নপত্রের মূল্য ৫০ হাজার টাকা এবং সদস্য পদের মনোনয়নপত্রের মূল্য ২৫ হাজার টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ