Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হকির দুই টুর্নামেন্টকে সামনে রেখে শিঘ্রই শুরু বাংলাদেশের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ৮:০৪ পিএম

হকির দুই আন্তর্জাতিক টুর্নামেন্টকে সামনে রেখে শিঘ্রই প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। আগামী ২১ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকি টুর্নামেন্টের খেলা। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এ আসরটি পুরুষ হকির যুব বিশ্বকাপের বাছাই পর্বও। ফলে এর গুরুত্ব আলাদা। টুর্নামেন্টে ১০টি দেশ অংশ নেবে। জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে টুর্নামেন্টের নামকরণ হয়েছে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ। তাই আসরটিকে জমজমাট করার লক্ষ্য বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে)।

অন্যদিকে ১১ থেকে ১৯ মার্চ পর্যন্ত একই ভেন্যুতে টার্ফে গড়াবে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাগতিক হওয়ার সুবাদে যে আসরে প্রথমবারের মতো খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ।

এ দুই টুর্নামেন্টে টার্ফে নামার আগে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বাহফে। তাই তো বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফের লক্ষ্য আগেভাগে অনুশীলন শুরু করা। তার কথায়, ‘ঘরের মাঠে অনুষ্ঠেয় দু’টি আন্তর্জাতিক টুর্নামেন্টকে ঘিরে আমরা খুব শিঘ্রই অনুশীলন শুরু করবো। প্রস্তুতিতে যেন ঘাটতি না থাকে সেদিকে খেয়াল রাখা হবে।’

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপে খেলবে- ভারত, পকিস্তান, দক্ষিণ কোরিয়া, জাপান, মালয়েশিয়া, চীন, উজবেকিস্তান, চাইনিজ তাইপে, ওমান ও স্বাগতিক বাংলাদেশ। এখান থেকে শীর্ষ চারদল যুব বিশ^কাপে খেলার যোগ্যতা অর্জন করবে। এই টুর্নামেন্টের জন্য ১ অক্টোবর অনুশীলন শুরু করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাহফে। তবে ১৫ সেপ্টেম্বর বাহফের নির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। ৩৬ জনকে নিয়ে ক্যাম্প শুরু করার ইচ্ছা বাহফের। তবে ক্যাম্পের ভেন্যু নিয়ে দোটানায় কর্মকর্তারা। এ প্রসঙ্গে মোহাম্মদ ইউসুফ বলেন, ‘আমরা এখনও জানি না ক্যাম্প কোথায় করবো। তবে বিকেএসপিতে করার কথা ভাবছি। যদি সেখানে জায়গা না পাই তাহলে মওলানা ভাসানী স্টেডিয়ামেই ক্যাম্প করতে হবে। তবে অবশ্যই ছেলেদের আইসোলেশনে রাখার পর ক্যাম্প শুরু করা হবে। সব চূড়ান্ত হবে ১৫ সেপ্টেম্বর নির্বাহী কমিটির সভায়।’

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়া কাপের প্রস্তুতি শেষে নভেম্বরে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু করবে বাহফে। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও প্রতিযোগিতায় খেলবে ভারত, পাকিস্তান, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া। এ আসরে এবার অভিষেক হবে বাংলাদেশের। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এই টুর্নামেন্ট নিয়ে বলেন,‘বঙ্গবন্ধু অনূর্ধ্ব-২১ এশিয়ান যুব হকির ক্যাম্প শুরুর একমাস পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির অনুশীলন শুরু করতে চাই আমরা। অভিষেক আসরে ভালো করার লক্ষ্যে আমাদের প্রস্তুতি যাতে সেরা হয় সেদিকে খেয়াল রাখা হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ