Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেলবোর্নে আরও ২ সপ্তাহ বাড়লো কঠোর লকডাউনের মেয়াদ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ৭:৩৩ পিএম

মেলবোর্নে আরও ২ সপ্তাহ বাড়লো কঠোর লকডাউনের মেয়াদ।শহরটির কর্মকর্তাদের মতে, এখনও নগরীটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত হবার সংখ্যা যথেষ্ঠ কমেনি। ভিক্টোরিয়া রাজ্যের প্রিমিয়ার ড্যানিয়েল আন্দ্রুস জানিয়েছেন, ২৮ সেপ্টেম্বর পর্যন্ত কঠোর নিষেধাজ্ঞা থাকবে, এরপর কিছুটা শিথিল করা হতে পারে। -বিবিসি, এবিসি
মেলবোর্নে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ বহাল থাকবে। দিনের বেলা একক ব্যক্তি অন্য একক ব্যক্তির সঙ্গে প্রয়োজনে দেখা করতে পারবেন। এইসব বৈঠক নির্দিষ্ট একটি সময়ের বেশি চালানো যাবে না। যদি এর মধ্যে রোগীর সংখ্যা কমে তবে অক্টোবরে বড় পরিসরে বিধিমালা শিথিল করা শুরু হবে। ভিক্টোরিয়া অস্টেলিয়ার ভাইরাস সেকেন্ড ওয়েভের কেন্দ্রস্থল। দেশটিতে মোট মারা গেছেন ৭৫৩ জন যা ৯০ শতাংশই ভিক্টোরিয়ার।

৯ জুলাই মেলবোর্নের এক চতুর্থাংশ এলাকাকে আবারও লকডাউনের আওতায় আনা হয়। পুরো অস্ট্রেরিয়ায় বর্তমানে ২৬ হাজার জনের বেশি করোনাভাইরাসে আক্রান্ত। দ্বিতীয় ওয়েভ পর্যন্ত অস্ট্রেলিয়াকে বলা হচ্ছিল করোনাভাইরাস মোকাবেলায় সফলতম দেশের একটি। অবশ্য দ্বিতীয়-স্রোতটিও এখন পর্যন্ত ভালোভাবেই সামলেছে দেশটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ