মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকেই অধিকৃত কাশ্মীরে স্বাধীনতাকামীদের নিধনে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে আসছে। ইতিমধ্যে ক্রসফায়ারের নামে বহু স্বাধীনতাকমীকে নির্বিচারে হত্যা করেছে তারা। পাশাপাশি, তাদেরকে গোপনে হত্যা করে লাশ গুম করে ফেলারও অভিযোগ রয়েছে, এবার তার প্রমাণ পাওয়া গেল।
শনিবার কাশ্মীরের উত্তরে বান্দিপোরার কাছে কৃষানগঙ্গা নদীতে দুই স্বাধীনতাকমীর লাশ ভাষতে দেখা যায়। গুরেজ সেক্টরে যৌথবাহিনীর তল্লাশি অভিযান চলাকালীন ওই তাদের লাশ উদ্ধার হয়। তাদের পরিচয় শনিবার উল্লেখ করেছে পুলিশ। একজনের নাম নিসার আহমেদ রাঠের ও অপর জনের নাম সমীর আহমেদ ডর। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার ডোগরিপোরায় বাড়ি সমীরের।
পুলিশের দাবি, তারা দু’জনেই কাশ্মীরের মুক্তিকামী সংগঠন হিজবুল মুজাহিদিনের সদস্য ছিল। নিরাপত্তাবাহিনীর অনুমান, আজাদ কাশ্মীর থেকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের সময় গুরেজ সেক্টরের কাছে মালানগম তুলাইল গ্রামের কাছে সম্ভবত নদীতে ডুবে গিয়েছিল তারা। তবে, স্থানীয়দের দাবি, নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাদেরকে ধরে নিয়ে গিয়েছিলেন। পরে খুন করে লাশ নদীতে ভাষিয়ে দিয়েছে। জানা গেছে, ২০১৮ সাল থেকে প্রায় দু’বছর ধরে নিখোঁজ ছিলেন তারা।
গত কয়েকদিন ধরে বারবার অশান্ত হয়েছে উপত্যকা। শুক্রবারও বারামুলা জেলায় অভিযান চালানোর সময় কথিত বন্দুকযুদ্ধের নামে ৩ স্বাধীনতাকমীকে গুলি করে হত্যা করা হয়। শনিবারও কুপওয়ারার ওয়ার্নভ অঞ্চলে অভিযান চালায় যৌথবাহিনী। তাতে কোনও প্রাণহানি হয়েছে কি না, জানা যায়নি। সূত্র: টিওআই, দ্য ওয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।