Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইন্টারন্যাশনাল কাওমী কাউন্সিলের আত্মপ্রকাশ

মাওলানা রফিকুল ইসলাম মাদানী চেয়ারম্যান মাওলানা হাসান মাহমুদ মহাসচিব নির্বাচিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১:২৯ পিএম

বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কাওমী মাদরাসা পড়ুয়া আলেমদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল কাওমী কাউন্সিল এর আত্মপ্রকাশ করা হয়েছে। গতকাল শনিবার আমেরিকা প্রবাসী মাওলানা ড. এ টি এম ফখরুদ্দীনের সভাপতিত্বে এক ভার্চুয়াল জুম মিটিংয়ে সংগঠনের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী পনের দিনের মধ্যে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্যে দায়িত্ব দেয়া হয়। ইন্টারন্যাশনাল কওমী কাউন্সিলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ঘোষিত কমিটির দায়িত্বশীলরা হলেন। চেয়ারম্যান মাওলানা রফিকুল ইসলাম মাদানী (সউদী আরব), মহাসচিব মাওলানা হাসান মাহমুদ চৌধুরী (কাতার), সাংগঠনিক সচিব মাওলানা উসমান গনী রাসেল (সউদী আরব) ও অর্থ সচিব হাফেজ শাহাদাত হুসাইন (সউদী আরব)।
নবগঠিত কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা রফিকুল ইসলাম মাদানী বলেন, কাওমী মাদরাসার ইতিহাস ঐতিহ্য আন্তর্জাতিক মহলে তুলে ধরতে, আদর্শিক ওলামা হযরতদের একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্লাটফর্ম গড়ার লক্ষ্যে কাজ করবে এই সংগঠন। উলামায়ে হকের ঐতিহ্যের মূল ধারার ঐক্য সক্রিয় রাখার উদ্দেশ্যে ও কাওমী মাদরাসার শিক্ষার্থীদের নিজ দেশে ও বিদেশে উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জন করার বিশেষ সুবিধাসহ সকল মানব কল্যাণে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ় প্রত্যয়ী এই সংগঠন। কমিটির মহাসচিব মাওলানা হাসান মাহমুদ চৌধুরী বলেন, ইন্টারন্যাশনাল কাওমী কাউন্সিল দেশও জাতির কল্যাণে কাজ করবে। আমরা দীর্ঘদিন অনলাইন অফলাইনে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত কাওমী মাদরাসায় পড়–য়া বাংলা ভাষাভাসি একঝাক মেধাবীও তরুণ আলেমদের সাথে কথা বলে এই সংগঠনের পথচলা শুরু করেছি। তিনি সংগঠনের সফলতার জন্য সবার দোয়া চেয়েছেন।

প্রবাস জীবন বিভাগে সংবাদ পাঠানোর ঠিকানা
[email protected]



 

Show all comments
  • মোহাম্মদ আবু সুফিয়ান ৬ সেপ্টেম্বর, ২০২০, ৩:৩১ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ আপনাদেরকে দীন এবং নেক কাজ করার জন‍্যর দীর্ঘ‍্য হায়াত দান করুক। (কাতার প্রবাসী)
    Total Reply(0) Reply
  • Obydur rahman ৬ সেপ্টেম্বর, ২০২০, ৪:১৪ পিএম says : 0
    Kaj Korte cai
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ