Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হাফেজদের মাঝে কোরআন বিতরণ ও দুস্থদের অনুদান

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

ঝালকাঠির নলছিটিতে দুস্থ মানবকল্যাণ যুবসংঘ নামে একটি সেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ উপলক্ষে হাফেজদের কোরআন বিতরণ ও দুস্থদের অনুদান প্রদান করা হয়েছে। গত শুক্রবার বিকেলে ষাইটপাকিয়া বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে সংগঠনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই ডীন ড. এমএম তাওহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন গ্লােবাল ইউনিভার্সিটির ফর্মার রেজিস্ট্রার রেজাউল করিম, দুমাউস চেয়ারম্যান কামাল হোসেন, পিএইচডিএফ চেয়ারম্যান মিজানুর রহমান, নলছিটি উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক এইচএম আখতারুজ্জামান বাচ্চু, ভৈরবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হক ও জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেলিম। সংগঠনের পরিচালক শাহ কামাল জোমাদ্দারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন স্থানীয় সমাজকর্মী বেল্লাল হোসেন, চাঁদ মিয়া ও অভিনেতা হায়দার কবির মিঠুন। এলাকার যুবকদের নিয়ে এ সংগঠনটি অসহায় মানুষের কল্যানে কাজ করে যাবে বলে প্রতিশ্রুতি দেয়। পরে ৪০জন হাফেজকে একটি করে কোরআন শরীফ ও দুস্থদের আর্থিক সহায়তা এবং সেচ্ছাসেবকদের ক্রেস্ট উপহার দেয়া হয়। ষাইটপাকিয়া বাজারে সংগঠনটির একটি কার্যালয় উদ্বোধন করেন অতিথিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কোরআন-বিতরণ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ