Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলেজছাত্র রিফাত হত্যার বিচার দাবিতে মানববন্ধন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০২ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোহওয়ারর্দী কলেজের বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ভোরের কাগজের রূপগঞ্জ প্রতিনিধি নজরুল ইসলামের ছেলে রিফাত হাসান হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রূপগঞ্জ। এর প্রতিবাদে হাজার-হাজার জনতা প্রতিবাদসভা ও দুই কিলোমিটারব্যাপী মানববন্ধন করেন। সভায় বক্তারা আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে আরো বড় ধরণের কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন। গতকাল শনিবার দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকার রূপগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, মীর আব্দুল আলীমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন আলম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল, মুড়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বরকতউল্লা মিয়া, সাত্তার আলী সোহেল, শাকিল আহমেদ, হাজী খলিল সিকদার, রাসেল আহমেদ, জিএম সহিদ, আশিকুর রহমান হান্নান, এস এম শাহাদাত, জাহাঙ্গীর আলম হানিফ, শফিকুল আলম ভুইয়া, আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, জাকিয়া সুলতানা বেবী, ছাত্রলীগ-যুবলীগের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা রিফাত হত্যা মামলার আসামিদের আগামী ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে দ্রুত বিচার দাবি করেন। নতুবা রূপগঞ্জের সড়ক-মহাসড়ক অচল করে দেওয়া হবে বলে হুশিয়ারি দেন। রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর আব্দুল আলীম বলেন, যার সন্তান গেছেন কেবল তিনিই বুঝেন সন্তান হারানো বেদনা। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচার আশা করছি।
উল্লেখ, গত ৩১ জুলাই রাতে রিফাত হাসানকে তার বন্ধু রিফাত ভূঁইয়া বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে পহেলা আগস্ট ভোরে বরপা বাগান বাড়ি এলাকায় নিয়ে একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে সন্ত্রাসী নাহিদ মিয়া, রফিকুল ইসলামের ছেলে বাবু, আওয়াল হোসেনের ছেলে মৃদুল ও রাশেদসহ অজ্ঞাত ৪/৫ জন মিলে রিফাত হাসানকে কানে রড দিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে দেয়। চিকিৎসাধীন অবস্থায় ঐদিনই রিফাত হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কলেজছাত্র-হত্যা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ