Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অনারারী সদস্য বেবী নাজনীন

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২০, ১২:০৩ এএম

আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের অনারারী (বিশেষ সন্মাননা) সদস্য পদ প্রদান করা হয়েছে ব্ল্যাক ডায়মন্ডখ্যাত সঙ্গীত তারকা বেবী নাজনীনকে। গত ৩০ আগস্ট নিউ ইয়র্কের লং আইল্যান্ডের টাপেন বিচ পার্কে অনুষ্ঠিত সংগঠনের বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের সভাপতি প্রবাসী সাংবাদিক দর্পণ কবীরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সদস্যদের ভোটে সভাপতি পদে ‘সাপ্তাহিক প্রবাস’ সম্পাদক মোহম্মদ সাঈদ এবং ‘প্রথম আলো’ নর্থ আমেরিকার চিফ রিপোর্টার মনজুরুল হককে সাধারণ সম্পাদক নির্বাচন করে ২ বছর (২০২০-২০২২) মেয়াদী ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে বেবী নাজনীনকে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বিশেষ সদস্যর আইডি কার্ড তুলে দেন ক্লাবের সাবেক সভাপতি ও পরিচয় সম্পাদক নাজমুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, ব্যবস্থাপনা সম্পাদক মিলা হোসেন এবং প্রবাসী সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, আমেরিকার বাংলাভাষী সংবাদপত্র এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সমন্বয়ে ২০০৮ সালে গঠিত হয় আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব। অনুষ্ঠানে বেবী নাজনীন নতুন কমিটির সদস্যদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে বলেন, পারিবারিক কারণেই ছোটবেলা থেকেই আমি একরকম সাংবাদিকদের বলয়ে বেড়ে উঠেছি। সাংবাদিকদের বিষয়ে আমার আলাদা দুর্বলতা রয়েছে। আমাদের মিডিয়া আমার ক্যারিয়ার তৈরীর ক্ষেত্রে বিশাল ভূমিকা রেখে আসছে শুরু থেকেই। আমি সব সময় তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বেবী-নাজনীন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ