প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
প্যারামাউন্ট পিকচার্স ফ্রান্সিস ফোর্ড কপোলার ‘দ্য গডফাদার থ্রি’র নতুন সংস্করণ মুক্তি দিতে যাচ্ছে সামনের ডিসেম্বরে সিনেমা থিয়েটারে। বলাই বাহুল্য প্রথম দুই পর্বকে যেমন চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হিসেবে গণ্য করা হয় ফ্র্যাঞ্চাইজের তৃতীয়টি কিন্তু প্রশংসার চেয়ে বেশি সমালোচনাই পেয়েছে। তাই সিরিজের মান রাখতে নতুন করে সম্পাদনা ও রিস্টোর করে চলচ্চিত্রটি মুক্তি দেয়া হবে। ভ্যারাইটি জানিয়েছে নতুন ‘দ্য গডফাদার থ্রি’র যবনিকা হবে ভিন্ন ভাবে আর থিয়েটারের পরপরই ডিজিটাল, ব্লু-রে আর ডিভিডিতে ফিল।মটি ছাড়া হবে। ফিল।মের নামও হবে ভিন্ন : ‘মারিও পুজো’স দ্য গডফাদার কোডা : দ্য ডেথ অফ মাইকেল কর্লিয়ন’ নতুন এই সংস্করণে পরিচালক কপোলা এবং লেখক পুজোর সিদ্ধান্ত প্রতিফলিত হয়েছে বলে জানা গেছে। প্যারামাউন্ট আর্কাইভসের প্রেসিডেন্ট আন্ড্রেয়া কালাস বলেছেন, “মি. কপোলা সম্পাদনা ও রিস্টোরেশনের কাজ পুরো তদারকি করেছেন। চলচ্চিত্রের সামগ্রিক মানের সঙ্গে তিনি পরিচালক হিসেবে তার ব্যক্তিগত মানও নিশ্চিত করেছেন।” ‘দ্য গডফাদার পার্ট থ্রি’ ফিল।মটি ‘দ্য গডফাদার পার্ট টু’র ১৬ বছর পর মুক্তি পায়। চলচ্চিত্রটিতে মাইকেল কর্লিয়নের অপরাধ থেকে সরে আসার চেষ্টাকে তুলে ধরা হয়। চলচ্চিত্রটি সাতটি অস্কার মনোনয়ন লাভ করে। অভিনয় করেছেন- আল পাচিনো, সোফিয়া কপোলা, অ্যান্ডি গার্সিয়া, ডায়েন কিটন এবং অন্যরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।