বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে থেকে ২৬ জন সুস্থ হয়েছেন সিলেট বিভাগে। নতুন সুস্থদের মধ্যে রয়েছেন সিলেট ২২ জন, সুনামগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারের ১ জন । গত ২৭ এপ্রিল প্রথম রোগী সুস্থ হওয়ার পর শনিবার (৫ সেপ্টেম্বর) পর্যন্তবিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৫৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন সিলেট ৪২৬৬ হাজার, সুনামগঞ্জে ১ হাজার ৭৭১, হবিগঞ্জে ১০৪৯ এবং মৌলভীবাজারের ১১৭৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। এ নিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৯২ জন মারা গেছেন। এরমধ্যে সিলেট ১৪০, সুনামগঞ্জে ২০ , হবিগঞ্জে ১২ ও মৌলভীবাজারের ২০ জন। শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিভাগে হয়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ৮৯ জনের শরীরে। এরমধ্যে সিলেট ৬২ জন, সুনামগঞ্জে ১৫ , হবিগঞ্জে ১ ও মৌলভীবাজার ১১ জন। এ নিয়ে বিভাগে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৪৪ জন। এরমধ্যে সিলেট ৫ হাজার ৯৭১, সুনামগঞ্জে ২ হাজার ১২২, মৌলভীবাজারে ১ হাজার ৫৫১ ও হবিগঞ্জে ১ হাজার ৬০০ জন। আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৩৬ জন চিকিৎসাধীন আছেন। এরমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩২ জন ও বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি। অন্যদিকে গত ১০ মার্চ থেকে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্তবিভাগে ১৮ হাজার ৫২ জনকে পাঠানো হয়েছে হোম কোয়ারেন্টাইনে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ১৭ হাজার ২৮৭ জনকে দেয়া হয়েছে ছাড়পত্র। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৬৫ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।