Inqilab Logo

সোমবার ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮ আশ্বিন ১৪৩১, ১৯ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

পটুয়াখালীতে পিয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকা

পটুয়াখালী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ৪:১৪ পিএম

পটুয়াখালীর সবচেয়ে বড় বাজার নিউমার্কেটে আজ সকাল থেকে পিয়াজের দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।গতকাল দেশী পিয়াজের দাম ছিল ৫০ টাকা ,আজ সকাল থেকে তা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।তিনদিন আগে দেশী পিয়াজ বিক্রী হয় ৪৫ টাকায় ,এছাড়াও ভারতীয় পিয়াজ ৩০ টাকা থেকে বেড়ে ৪৫ টাকায় বিক্রী হচ্ছে।এ দিকে গ্রামের বাজার গুলিতে খোজ নিয়ে জানা গেছে সেখানে পিয়াজের দাম কেজিতে আরো ৫ থেকে ১০ টাকা বেশী দরে বিক্রী হচ্ছে।
পটুয়াখালী নিউ মার্কেটের ব্যবসায়ী নাসির উদ্দিন জানান,প্রতিদিনই মোকামে পিয়াজের দাম বাড়ছে।তারা বেশী দাম দিয়ে পিয়াজ কিনতে বাধ্য হচ্ছেন। আজকে মোকাম থেকে ২২০০ টাকা মন দরে পিয়াজ কিনেছেন তারা। এদিকে পিয়াজের দামের পাশাপাশি পটুয়াখালীতে আদা ও আলুর দামও বৃদ্ধি পেয়েছে। চায়না আদা ২০০ টাকা থেকে ২২০ টাকায়,আলু ৩০ টাকা থেকে বেড়ে ৩৫ টাকায় বিক্রী হচ্ছে। এ বিষয়ে পটুয়াখালীর জেলা প্রশাসক মো: মতিউল ইসলাম চৌধূরী জানান,বাজার পর্যবেক্ষন করেএ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ