মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। সে দিকে নজর না দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একের পর এক চীনা অ্যাপ বন্ধ করে চলেছেন। এ প্রসঙ্গে মোদিকে তিরস্কার করলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। তিনি বলেন, ‘মোদিবাবু, জিডিপি বেকাবু।’ অর্থাৎ, মোদিকে জিডিপির অবস্থা স্মরণ করিয়ে দিলেন তিনি।
নরেন্দ্র মোদির একজন কঠোর সমালোচক নুসরত জাহান। এর আগেও তিনি বিভিন্ন ইস্যুতে মোদির সমালোচনা করেছেন। গত সোমবার সরকারী পরিসংখ্যান থেকে জানা গেছে, এপ্রিল-জুন ত্রৈমাসিকে ভারতের অর্থনীতি নজিরবিহীন ভাবে ২৩ দশমিক ৯ শতাংশ সঙ্কুচিত হয়েছে, যেটা গত চল্লিশ বছরে দেখা যায়নি। বস্তুত, অর্থনীতির এতটা গভীর সঙ্কোচন স্বাধীনতার পরেই আর কখনও হয়নি। সে বিষয়ে কিছু না বলে চীনা অ্যাপ বন্ধে ব্যস্ত সরকার। গত বৃহস্পতিবার পাবজি-সহ ১১৮টি চীনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত ঘোষণা করে ভারত। এ প্রসঙ্গে টুইটারে নুসরত লিখেন, ‘এখন না পাবজি ফিরে আসবে, না দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত হবে! মোদিবাবু, জিডিপি বেকাবু।’ এর আগেও, করোনা মহামারির মধ্যেই পরীক্ষা গ্রহণ, ভারতের বেকারত্ব থেকে বিদেশ সফর, বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করেছিলেন তৃণমূল সাংসদ নুসরত জাহান। সূত্র : মিলেনিয়াম পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।