মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
৭০ ডলার বা মাত্র ৬ হাজার টাকার জন্য ২৬ হাজার ডলারের (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২২ লাখ টাকা) ডিজাইনার ভ্যানিটি ব্যাগ ধ্বংস করলো অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্সের (এবিএফ) কর্মকর্তারা। কারণ, ব্যাগটির মালিক শুল্ককর হিসাবে ৭০ ডলার দিতে ব্যর্থ হয়েছিলেন।
চলতি বছরের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার পার্থ এয়ার কার্গো ডিপোতে ব্যাগটি বাজেয়াপ্ত করা হয়েছিল। ব্যাগটির মালিক পশ্চিম অস্ট্রেলিয়ার বাসিন্দা এক মহিলা। তিনি ফ্রান্সের বিখ্যাত সেন্ট লরেন্ট বুটিক থেকে কুমিরের চামড়া দিয়ে তৈরি ওই ব্যাগটি কিনেছিলেন। তিনি ফ্রান্সের থেকে সিআইটিইএস পণ্য হিসাবে রফতানির অনুমতি নিয়েছিলেন তবে অস্ট্রেলিয়ান সিআইটিইএস পরিচালনা কর্তৃপক্ষের কাছ থেকে ৭০ ডলার শুল্ককর পরিশোধ করে আমদানির অনুমতির জন্য আবেদন করেননি। এ কারণে, এবিএফ কর্মকর্তারা জব্দ করেছিলেন। পশুর চামড়া দিয়ে তৈরি পণ্যগুলোকে অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতি দেয়া হলেও, বিপন্ন প্রাণী ও উদ্ভিদের বিপন্ন প্রজাতি (সিআইটিইএস) এর আন্তর্জাতিক বাণিজ্য কনভেনশন এর মাধ্যমে তাদের নিয়ন্ত্রণ ও তদারকি করা হয়। সূত্র : ডেইলি মেইল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।