মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বলেছে, আগস্টে টানা তৃতীয়বারের মতো খাদ্যশস্য, সাদা তেল ও চিনির দাম বেড়েছে। ইটালীর রাজধানী রোমকেন্দ্রিক এই সংস্থাটি বলছে, খাদ্যশস্য, দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনির গড় মূল্য জুলাইতে ৯৪.৩ শতাংশ থেকে গত মাসে ৯৬.১ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। -রয়টার্স
এফএও বলছে, ২০২০ সালে বিশ্বজুড়েই খাদ্যশস্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হয়েছে। খাদ্যশস্যের মূল্য সূচক জুলাই থেকে আগস্টে ১.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এবং ২০১৯ সালের চেয়ে এ বছর খাদ্যশস্যের মূল্য ৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। খাদ্যশস্যের মধ্যে সবচেয়ে বেশি মূল্য বেড়েছে জোয়ার, বার্লি ও চালের দাম। ভুট্টার দামও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এই বছরের শুরুতে করোনাভাইরাস হানা দেয়ার পর থেকেই প্রতি মাসেই ৫.৯ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে সাদা তেলের দাম।
জুলাই থেকে চিনির দাম ৬.৭ শতাংশ বেড়েছে। এইদিকে গত কয়েক মাসে দুগ্ধজাত পণ্যের মূল্য প্রায়ই অপরিবর্তিত থেকেছে। উপরুন্তু চীজ, গুঁড়ো দুধ, বাটার ও প্রক্রিয়াজাত দুধের মূল্য কিছুটা হ্রাস পেয়েছে। মাংসের মূল্য সূচকও স্থিতিশীল রয়েছে। গরু-মহিষ, হাঁস-মুরগীর মূল্য একই রকম রয়েছে ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।