বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শুক্রবার ছুটির দিন দুই পারে অসংখ্য গাড়ী চাপ। দীর্ঘ লাইনে অপেক্ষা করছে শত শত গণপরিহণ, ট্রাক ও ব্যক্তিগত যানবাহন। সকাল থেকে প্রচণ্ড ভিড়। তীব্র রোধের কারণে গরমে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে অগ্রাধিকার ভিত্তিতে ছোট গাড়ি ও বাস পারাপার করা হলেও পারের অপেক্ষায় রয়েছে ৬শ পণ্যবাহী ট্রাক। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া দৌলতদিয়া নৌপথে যানবাহনের বাড়তি চাপ পড়েছে।
এদিকে এ নৌপথে নাব্যতা সংকটের কারণে মূল চ্যানেল থেকে ফেরিগুলোকে ৩ কিলোমিটার ঘুরে দৌলতদিয়া ঘাটে যেতে হচ্ছে। এতে করে এ নৌপথে ফেরি পারাপারে দিগুণ সময় লাগছে।
ঘাট কর্তৃপক্ষ জানিয়েছেন, পাটুরিয়া ঘাটে দুটি ট্রাক টার্মিনালে পারের অপেক্ষায় আছে ৪শ ট্রাক। অপরদিকে ঘাট এলাকায় প্রবেশের জন্য উথুলী সংযোগ সড়কে ২শ ট্রাক অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে শিবালয় থানা পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।