মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মাত্র পাঁচ বছর বয়সী মেয়ে সমুদ্রে হারিয়ে যায়। মেয়েকে হারিয়ে তার বাবা-মা কান্নায় ভেঙে পড়েন। বন্দর কর্তৃপক্ষকে তৎক্ষণাৎ বিষয়টি জানান তারা। এরপর একটি ফেরিতে করে শুরু হয় শিশুটির খোঁজ। আর এ ঘটনা ঘটেছে গ্রিসে।
এক পর্যায়ে দেখা যায়, শিশুটি একটি খেলনায় চড়ে ভেসে বেড়াচ্ছে। শিশুকে উদ্ধারের ভিডিও ইউটিউবে পোস্ট করার পর ব্যাপকহারে শেয়ার হচ্ছে। গত ২৪ আগস্ট ভিডিওটি প্রথমে আপলোড করা হয়।
জানা গেছে, সমুদ্রের পানিতে শিশুটি খেলছিল। গ্রিসের করিথ শহরের পার্শ্ববর্তী সমুদ্রের পানিতে খেলার সময় সে ভেসে যায়। ভাসতে ভাসতে সে প্রায় এক কিলোমিটার দূরে চলে যায়।
ভিডিও শেয়ার করে এক ব্যক্তি লিখেছেন, শিশুটির সঙ্গে অনেক খারাপ কিছু ঘটতে পারতো। তবে সে অনেক বুদ্ধিমান ও সাহসী। সে কারণে সামান্য খেলনাতে ভেসে থাকতে পেরেছে। সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।