Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বরিশাল মহানগর পুলিশের বিট পুলিশিং কার্যক্রমের সূচনা

বরিশাল ব্যুরো | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ৫:৪২ পিএম | আপডেট : ৭:৪৭ পিএম, ৩ সেপ্টেম্বর, ২০২০

বরিশাল মহানগর পুলিশের বিট পুলিশিং কার্যক্রমের সূচনা হয়েছে বৃহস্পতিবার। বরিশাল মেট্রোপলিটান পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিনখান-বিপিএম,বার নগরীর বৈদ্যপাড়ায় ৩০ নম্বর ওয়ার্ডে বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় সিসিম ছাড়াও বরিশালের বিশিষ্ট শিক্ষাবীদ ও সরকারী বিএম কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর মোঃ হানিফ উপস্থিত ছিলেন।

উপ-কমিশনার (দক্ষিণ) মোঃ মোক্তার হোসেনের সভাপতিত্বে এক অনাড়ম্বর অনুষ্ঠানে স্থানীয় কাউন্সিলর ছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
পরে পুলিশ কমিশনার ফেস্টুন ও পায়রা উড়িয়ে নগরীতে প্রথমবারের মত বিট পুলিশিং কার্যক্রমের আনুষ্ঠনিক সূচনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিট পুলিশিং কার্যক্রম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ