মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মার্কিন যুক্তরাষ্ট্রে সউদী আরবের তেল রফতানির পরিমাণ গত ৩৫ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমে গেছে। বুধবার পণ্য গবেষণা সংস্থা ‘ক্লিপারডাটা’ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র আগস্ট মাসে সউদী আরব থেকে দিনে মাত্র ২ লাখ ৬৪ হাজার ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করেছে। এ বিষয়ে ‘ক্লিপারডাটা’র পণ্য গবেষণা পরিচালক ম্যাট স্মিথ সংবাদমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে বলেন, ‘আমেরিকাতে সউদী তেল রফতানির গড় ২০১৯ সালের তুলনায় প্রায় ৫০ শতাংশ কমে গেছে।’ তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রে সউদীর অপরিশোধিত তেলের চাহিদা মূলত অনেক কমে গেছে।’
বিশেষজ্ঞরা বলেছেন যে, করোনা মহামারী চলাকালীন বিশ্ব বাজারে তেলের চাহিদা কমে যাওয়া ও আমেরিকাকে অতিরিক্ত পরিমাণে অপরিশোধিত তেল সরবরাহ করার কারণে, উত্তোলন কমিয়েও জ্বালানি বাজারকে পুনরুজ্জীবিত করার জন্য সউদী প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। সূত্র: মিডল ইস্ট মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।