বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুর জেলা কারাগারে এক নারী হাজতীর মৃত্যু হয়েছে। ২ সেপ্টেম্বর বুধবার রাত ১০টার দিকে শেরপুর কারাগারে ওই হাজতি মারা যান। তার নাম সুফিয়া বেগম(৫০)। সুফিয়া জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার মেছেরচর এলাকার মৃত আয়ুব আলীর স্ত্রী।
শেরপুর কারাগারের জেলার তরিকুল ইসলাম জানিয়েছেন, গত ২৬ আগষ্ঠ শেরপুর সদর থানার জাল টাকা সংক্রান্ত একটি মামলায় সুফিয়া বেগম নামে এক নারী গ্রেফতার হয়ে আদালতে মাধ্যমে জেলা কারাগারে ছিল। আজ ২ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে ওই হাজতির খিচুনি হয়ে অসুস্থ হয়ে যায়। পরে তাকে শেরপুর জেলা হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক শরিফুল ইসলাম পরীক্ষা নিরীক্ষা শেষে সুফিয়াকে মৃত বলে ঘোষনা করে।
এব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। ওই নারীর মরদেহ ময়না তদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।