Inqilab Logo

বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফিরল ৫০ বছর পর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

করোনা পরিস্থিতিতে একের পর এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়ে রয়েছে গোটা মানব জাতি। করোনা আবহে এবার বিরল প্রজাতির বন্য কুকুরের সন্ধান দিলেন বিজ্ঞানীরা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি গোটা দুনিয়া যখন মহামারীর সঙ্গে লড়ছে, তখন ইন্দোনেশিয়ার নিউগিনি অঞ্চলে প্রায় পঞ্চাশ বছর পরে খোঁজ মিলেছে এই বন্য কুকুরের।

এই বিষয়ে ইন্দোনেশিয়ার বিজ্ঞানীরা জানিয়েছেন, বিগত পঞ্চাশ বছর আগে ইন্দোনেশিয়ার বিভিন্ন পাহাড়ি এলাকায় এই বন্য কুকুরের দেখা মিলত। কালের নিয়মে এই কুকুরগুলো ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়।
এই বন্য কুকুরের সঙ্গে নেকড়ে বাঘের অনেকটা মিল বা সাদৃশ্য রয়েছে। এছাড়াও এরা সুর করে ডাকে। ফলে তাদের এই সুরেলা চিৎকার অনেকটা গানের মতো শোনায়। আর এই বৈশিষ্ট্য দেখেই বিজ্ঞানীরা নেকড়ে বাঘ এবং বন্য কুকুরকে পৃথক করেছেন।

জানা গেছে, ১৮৯৭ সালে বিজ্ঞানীরা প্রথম এই বুনো কুকুরের সন্ধান দিয়েছিলেন। তিমি মাছের মতো সুরেলা কন্ঠে গান গাইতে পারে বলে সেইসময় এরা বেশ জনপ্রিয় একটি প্রাণী ছিলো। যদিও কালের নিয়মে ১৯৭০ সালের পর থেকে এরা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়।
এরপর ২০১৬ সালে ইন্দোনেশিয়ার বিজ্ঞানীরা প্রথম এই বুনো কুকুরের সন্ধান দিয়েছিলেন। পরে ২০১৮ সালে এই বন্য কুকুরগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছিল। আর সেই নমুনাতেই ইন্দোনেশিয়ার বুনো কুকুরের অনেক সাদৃশ্য মিলেছে।

যদিও সেগুলো নিউগিনি প্রজাতির পূর্বপুরুষ বলে মনে করা হচ্ছে। তবে এত বছর পরে ইন্দোনেশিয়ায় ওই প্রজাতির বুনো কুকুরের সন্ধান মেলায় খুশি বিজ্ঞানীরা। আর এ যেন করোনার কালে শাপে বর লাভ। সূত্র : সিএনএন/দ্য নিউ ইয়র্ক টাইমস।



 

Show all comments
  • Md Mizan Tel ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫৭ এএম says : 0
    আসলেই বিরল ঘটনা।
    Total Reply(0) Reply
  • সাইফুল ইসলাম ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫৮ এএম says : 0
    বন্য কুকুর নিয়ে একটা ফিচার দেখতে চাই ইনকিলাবে।
    Total Reply(0) Reply
  • সৈকত ফকির ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫৯ এএম says : 0
    সবই আল্লাহর সৃষ্টি।
    Total Reply(0) Reply
  • সত্যি বলি ৩ সেপ্টেম্বর, ২০২০, ৪:৫৯ এএম says : 0
    জীববৈচিত্র্য রক্ষা করার মালিক মহান আল্লাহ নিজেই।
    Total Reply(0) Reply
  • Md Manik Ali ৩ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫৯ এএম says : 0
    good news
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ