Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়ায় প্রথম অর্থনৈতিক মন্দা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

করোনাভাইরাস মহামারির কারণে তিন দশকে প্রথমবার অর্থনৈতিক মন্দার মুখোমুখি হলো অস্ট্রেলিয়া। আগের তিন মাসের চেয়ে এপ্রিল-জুন পর্যন্ত দেশটিতে মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমে গেছে ৭ শতাংশ। ১৯৫৯ সালের পর দেশটিতে এটাই সবচেয়ে বড় অর্থনৈতিক পতন এবং আগের কোয়ার্টারে এটি কমেছিল ০.৩ শতাংশ। টানা দুটি কোয়ার্টারে জিডিপি কমতে থাকলে তা অর্থনৈতিক মন্দা হিসেবে বিবেচিত হয়। ২০০৮ সালের আর্থিক সংকটের সময় অস্ট্রেলিয়া একমাত্র বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে মন্দা এড়াতে পেরেছিল অস্ট্রেলিয়া। ম‚লত অস্ট্রেলিয়ার প্রাকৃতিক সম্পদে চীনের চাহিদা ছিল বলে তা এড়ানো গিয়েছিল। কিন্তু ভয়াবহ দাবানল ও করোনা মহামারির কারণে এ বছরের শুরু থেকে অর্থনৈতিক প্রবৃদ্ধি কমতে শুরু করেছে। এর আগে ১৯৯০ সালের মাঝামাঝি সময়ে অর্থনৈতিক মন্দায় পড়েছিল অস্ট্রেলিয়া, যা ১৯৯১ সাল পর্যন্ত চলেছিল। অর্থনৈতিক কার্যক্রমে পতন হলেও অন্য বড় দেশগুলোর চেয়ে তুলনাম‚লক এগিয়ে আছে অস্ট্রেলিয়া। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: করোনা

২২ ফেব্রুয়ারি, ২০২৩
১৮ ফেব্রুয়ারি, ২০২৩
১৬ ফেব্রুয়ারি, ২০২৩
১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ