Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোনাল্ড ট্রাম্পের প্রতি জো বাইডেনের চেয়ে সামরিক সমর্থন কম : গবেষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ৭:১৪ পিএম

ডোনাল্ড ট্রাম্পের প্রতি জো বাইডেনের চেয়ে সামরিক সমর্থন কম বলে এক গবেষণায় প্রকাশিত হয়েছে। এ গবেষণা জরিপ যৌথভাবেকরেছে মিলিটারি টাইমস ও সিরাকিজ ইউনিভার্সিটি ইন্সস্টিটিউট । এতে অংশ নেয় এক হাজার ১৮ জন সেনা সদস্য। -এএফপি ও পলিটিকো

এর আগে ২০১৯ সালের ডিসেম্বরে পরিচালিত অপর এক জরিপ থেকে দেখা যায়, সে সময় ট্রাম্পের সেনা সমর্থন ছিল ৪২ শতাংশ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০ উপলক্ষে সামরিক বাহিনীর সদস্যদের ওপর পরিচালিত এ জরিপে অংশ নেওয়া মাত্র ৩৭.৪ শতাংশ সক্রিয় সেনা সদস্য টাম্পের পুনঃনির্বাচনকে সমর্থন জানিয়েছেন। অপরদিকে ৪৩.১ শতাংশ তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট দলের জো বাইডেনের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। জরিপে তরুণদের বদলে অভিজ্ঞ ও উচ্চপর্যায়ের সেনা সদস্যরা অংশ নিয়েছেন। এতোদিন ধরে ট্রাম্প সেনাবাহিনীতে তার দৃঢ় সমর্থন নিয়ে গর্ব করছিলেন। কিন্তু জরিপের ফলাফলে দেখা গেল ভিন্ন চিত্র।যদিও তিনি নির্বাচনকে সামনে রেখে তিনি বলেছিলেন পেন্টাগনের বাজেট বাড়িয়ে দেয়ার কথাও ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ