Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাওয়ায় তীব্র যানযটে পারাপারের অপেক্ষায় শতশত গাড়ী

মুন্সীগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ৪:৪৮ পিএম | আপডেট : ৪:৫৫ পিএম, ২ সেপ্টেম্বর, ২০২০

শিমুলিয়া -কাঠালবাড়ী নৌরুটে সীমিত সময়ে ফেরী চলায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। পারাপারের অপেক্ষায় পাঁচ শতাধিক গাড়ী। পদ্মা নদীতে নব্যতা সংকট তীব্র স্রোত ও পদ্মা সেতুর নিরাপত্তাজনিত কারণে অনিদিষ্টকালের জন্য সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত শিমুলিয়া -কাঠালবাড়ী নৌরুটে সকল ধরনের ফেরী চলাচল বন্ধ রয়েছে।

গত ২৯ আগষ্ট থেকে শুধুমাত্র দিনের বেলায় ফেরী চলাচল করছে। পদ্মা সেতুর নীচ দিয়ে বর্তমানে একটি চ্যানেল দিয়ে ফেরী চলাচল করছে। বিঅইডবিøউটিসির সহকারী ব্যাবস্থাপক ( বানিজ্য) মোঃ ফয়সাল জানান বর্তমানে ৬টি ফেরী চলাচল করছে। সাধারণ অবস্থায় শিমুলিয়া - কাঠালবাড়ী নৌরুটে ১৬টি ফেরী চলাচল করে। গত ২৯ আগষ্ট নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বিঅইডবিøউটিসির কর্মকর্তাদের সন্ধ্যা ৬টা থেকে ভোর ৬টা পর্যন্ত ফেরী চলাচল বন্ধ রাখতে নির্দেশনা দেন।
মঞ্জুর মোর্শেদ

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফেরি চলাচল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ