Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘কাঁটা’ চলচ্চিত্রে লিজা

প্রকাশের সময় : ৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এই সময়ের আলোচিত সঙ্গীত শিল্পী ক্লোজ আপ ওয়ান লিজা চলচ্চিত্রের গানের কণ্ঠ দিলেন। হাসান ফুয়াদ পরিচালিত ‘কাঁটা’ ছবির ‘আজ মন যে দোলে’ শিরোনামে গানে প্লেব্যাক করলেন লিজা। রেজয়ান শেখ এর স্টুডিওতে গানটির রের্কডিং হয়েছে। আজ মন যে দোলে তালে তালে, পাহাড়ীয়া মাদলে, শ্রæতি মধুর গানটি লিখেছেন তারিক তুহিন ও সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন রেজয়ান শেখ। লিজা বলেন, যেকোন শিল্পীর চাওয়া থাকে বড় মাধ্যমে কাজ করার। চলচ্চিত্র একটি বড় মাধ্যম। অনেক দিন পর একটি অন্যরকম প্লেব্যাক করেছি। নতুন ছবির গানে কণ্ঠ দিয়ে বেশ ভালো লাগছে। গানের কথা ও সর খুবই সুন্দর। আশা করছি এই গানটি সবার ভালো লাগবে ও হিট হবে। নারীর জীবনের গল্প নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘কাঁটা’। এতে অভিনয় করবেন নবাগত নায়ক পারভেজ, সুস্মি আহসান ও ঐষী। এছাড়া ওমর সানী, সাদেক বাচ্চু, রেবেকা, আব্দুল্লাহ সাকী প্রমুখ। ‘কাঁটা’ ছবিটি অডিও ও ভিডিও প্রকাশিত হবে জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। ছবিতে গান থাকবে মোট ছয়টি। গানে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় কণ্ঠ শিল্পী শাহীদ, এফ এ সুমন, বেলাল খান, প্রত্যয় খান, লাবন্য, ঐষী ও লিজা। সঙ্গীত পরিচালনা করেছেন মুশফিক লিটু, প্রত্যয় খান, রেজয়ান শেখ ও রাব্বি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ‘কাঁটা’ চলচ্চিত্রে লিজা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ