Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছয় দশক পর ফের বিয়ে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

বিয়ে জীবনের একটি বিশেষ মুহূর্ত। বিয়ের স্মৃতি সবাই নিজেদের মতো করে ধরে রাখেন। আর তা ছবি, ভিডিও বা আত্মীয়-বন্ধু-বান্ধবদের সঙ্গে পুরনো গল্পের মাধ্যমে।
আবার অনেকেই পিছনে ফিরে সেই পুরনো স্মৃতিকে নতুন করে তৈরি করার কথা ভাবেন। কিন্তু হয়ে ওঠে না। তবে এই বৃদ্ধ দম্পতি তা করে দেখালেন। বিয়ের ৬০ বছর পর তারা আবার পরস্পরকে ‘বিয়ে করলেন’।
১৯৬০ সালে বিয়ে করেছিলেন মার্ভিন এবং লুসিল স্টোন। দু’জনই মার্কিন যুক্তরাষ্ট্রের নেব্রাস্কায় স্টারলিং নামে এক গ্রামের বাসিন্দা। সম্প্রতি তাদের বিয়ের ৬০ বছর পূর্ণ হয়। এই দিনটিকে বিশেষ ভাবে পালন করার পরিকল্পনা ছিল চমকে ভরা।

ছয় দশক পর তারা আবার একই রকম ভাবে বিয়ের আয়োজন করেন। সেই একই জায়গায়, একই রকম বিয়ের পোশাকে হাজির হন। তাদের নতুন করে এই বিয়ের আসরের ছবি পোস্ট হয়েছে ‘কেটি অট্রি ফোটোগ্রাফি’ নামে এক ফেসবুক পেজে।

কী করে এতদিন ধরে বিয়ে টিকিয়ে রাখলেন? অনেকে তাদের কাছে এ প্রশ্ন রাখেন। জবাবে ‘নব দম্পতি’ তাদের পাঁচটি ‘মন্ত্র’ বলেছেন। এগুলো হচ্ছে কঠোর শ্রম, পরস্পরের প্রতি সহমর্মিতা, ভেবেচিন্তে কথা বলা, একজনের দুর্বলতাকে আর একজনের শক্তি দিয়ে অতিক্রমের মনোবৃত্তি এবং নিজের বিশ্বাসে অটল থাকা। সূত্র : ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ