Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের ব্যোমকেশ হচ্ছেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ বক্সী’ নিয়ে এ পর্যন্ত যত ছবি হয়েছে সবগুলোই দর্শক প্রশংসিত এবং একের পর এক ছবি ব্যবসা সফল হয়েছে। প্রধান চরিত্রের জন্য মুখ ও পরিচালক বদলেছে। আর সে সব নিয়ে টলিউড সরগরম হয়েছে।
নতুন খবর হলো, আবীর চট্টোপাধ্যায়কে প্রধান চরিত্রে রেখে ফের ব্যোমকেশের ছবি করার পরিকল্পনা নিয়েছে ভেঙ্কটেশ ফিল্মস। যদিও অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে আবীরই তো ব্যোমকেশ ছিল। তাহেল আবারো কেন তাকেই নেয়া হলো। প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। কারণ, ব্যোমকেশের চরিত্রে নতুন মুখ নেওয়ার খবর ও শোনা যাচ্ছিল।

সত্যান্বেষীর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য থাকবেন। পরিচালক বিরসা দাশগুপ্ত এমন কথা শোনা যাচ্ছিল। তবে করোনা সেসব গুঞ্জন বা কথা পাল্টে দিয়েছে।
আবীরকে দিয়েই ব্যোমকেশ চরিত্রটি করাচ্ছেন পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশের মতো ওজনদার সিরিজের দায়িত্ব তার হাতেই দিতে চাইছে বলে জানায় প্রযোজনা সংস্থাটি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ