Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফরিদপুরে নারী শ্রমিক গণধর্ষণের শিকার

ফরিদপুর জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০০ এএম

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ী গ্রামের এক বিধবা নারী (২৬) গণধর্ষণের শিকার হয়েছেন। গত সোমবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ধর্ষিত ওই নারী পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার ডোবরা পারটেক্স জুট মিলে শ্রমিকের কাজ করতেন।
আটককৃতরা হলেন- যোগিবরাট গ্রামের মৃত আব্দুল হকের ছেলে আরিফুর রহমান (২৭), একই গ্রামের রতন শেখের ছেলে গিয়াস শেখ (২৮) ও কুদ্দুস শেখের ছেলে ইস্রাফিল শেখ (২৫)। জানা যায়, রাতের শিফটে কাজ শেষ করে ওই নারী মিলের টলি গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সহকর্মীরা যার যার গন্তব্যে নেমে যাওয়ার পর রাত ১১টার দিকে ওই নারীকে গাড়ির চালকসহ চারজন মিলে আলফাডাঙ্গার টাবনী এলাকার উত্তরদিকের ফাকা মাঠে নিয়ে চারজন মিলে ধর্ষণ করে। পরে তাকে ধুলজুড়ি এলাকায় তাদের বাড়ির সামনে ফেলে রেখে চলে যায় তারা। এরপর ওই নারী বাড়ি ফিরে স্বজনদের এ ঘটনা জানালে তারা পুলিশকে অবহিত করেন।
সহকারী পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ এছাড়া অপর ধর্ষক একই গ্রামের মৃত মোন্তাজ শেখের ছেলে আব্দুল্লাহ পলাতক রয়েছে। তিনি আরও জানান, ওই নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গণধর্ষণ

১৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ