Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদেশি ছাড়া মৌসুম চায় ক্লাবগুলো!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ৮:৪২ পিএম

ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম বিদেশি খেলোয়াড় ছাড়া হোক- এটাই চায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বেশিরভাগ ক্লাব! মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ কমিটির সঙ্গে এক সভায় এমন মতামতই দেন ক্লাবগুলোর প্রতিনিধিরা। নতুন মৌসুমকে সামনে রেখে এদিন বাফুফে ভবনে বিপিএলের ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসেছিলো পেশাদার লিগ কমিটি। সভায় উপস্থিত ১০ ক্লাবের মধ্যে ৭টিই চেয়েছে আগামী মৌসুমে যেন বিদেশি ফুটবলার না রাখা হয়। মৌসুমে বিদেশি খেলোয়াড় না রাখার প্রস্তাব করেছে শেখ রাসেল ক্রীড়া চক্র, সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, পুলিশ এসসি, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ও উত্তর বারিধারা ক্লাব। অন্যদিকে শেখ জামাল ধানমন্ডি ক্লাব বিদেশি খেলোয়াড় রাখার পক্ষে মত দিয়েছে। তবে বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং রানার্সআপ ঢাকা আবাহনী লিমিটেড বিদেশি নিয়ে কোনো মতামত দেয়নি। এ সভায় উপস্থিত ছিলেন না মোহামেডান স্পোর্টিং ক্লাব, চট্টগ্রাম আবাহনী ও ব্রাদার্স ইউনিয়নের প্রতিনিধি।

বিপিএলে খেলা মোট ১৩ ক্লাবের মধ্যে ৭টিরই আসন্ন মৌসুমে বিদেশি না রাখার প্রস্তাব। তাই ধরে নেয়াই যায় শুধু স্থানীয়দের নিয়ে একটি ফুটবল মৌসুম দেখা যেতে পারে এবার। যদিও বিষয়টি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে লিগ কমিটির পরের সভায়। আগামী ১১ থেকে ১৫ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা এই সভা। এ সভার আগে ক্লাবগুলোর কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ মতামত নেবে লিগ কমিটি। যার অন্যতম হচ্ছে বিদেশি ফুটবলারের বিষয়টি। লিখিতভাবে বেশিরভাগ ক্লাব যে মতামত দেবে, সেভাবেই সিদ্ধান্ত আসতে পারে। তবে বেশিরভাগ ক্লাব চাইলেও লিগ কমিটির চেয়ারম্যান রুলিং দিয়ে অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ