Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কানাডায় মসজিদে হামলার ঘটনা বাড়ছে : এমএসি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

কানাডার টরন্টো শহরের মসজিদে বেশ কয়েক দফা হামলার চেষ্টার ঘটনায় পুলিশকে আরও সক্রিয় ভ‚মিকা রাখার আহŸান জানিয়েছে সেখানকার মুসলিমরা। মুসলিম অ্যাসোসিয়েশন অব কানাডা (এমএসি) জানিয়েছে, গত তিন মাসে টরন্টো মসজিদে কমপক্ষে ছয়বার হামলার ঘটনা ঘটেছে। খবর মিডল ইস্ট আইয়ের। এমএসি জানিয়েছে, মসজিদে ঢোকার চেষ্টা এবং মসজিদের দেয়ালে বর্ণবাদী গ্রাফিটি ছাড়াও গত তিন সপ্তাহে অন্তত তিনবার টরন্টো মসজিদের জানালা ভাঙার চেষ্টা করা হয়েছে। সবশেষ গত ১৬ আগস্ট এ ধরনের হামলার ঘটনা ঘটে। টরন্টোর পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অন্তত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছয়টি তদন্ত চলমান আছে। কিন্তু গত ২৯ জুলাই মসজিদে হামলার ঘটনাকে ‘দুষ্টুমি’ হিসেবে দেখানোর চেষ্টা করায় মুসলিমদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এমএসির জনসংযোগ কর্মকর্তা মরিয়ম মানা বলেছেন, আমরা পুলিশের আরও সক্রিয় ভ‚মিকা দেখতে চাই। আমরা তাদের কাছ থেকে আশ্বস্ত হতে চাই কারণ আমরা আমাদের কমিউনিটি নিয়ে উদ্বিগ্ন। আমরা মসজিদের কর্মীদের নিয়ে উদ্বিগ্ন। সংস্থাটি বলছে, এর আগের চারটি ঘটনার সমাধান এখনও হয়নি। পঞ্চম ঘটনাকে দুষ্টুমি হিসেবে দেখাতে চাওয়ার সিদ্ধান্ত খুবই উদ্বেগজনক। এগুলোকে ‘ঘৃণাম‚লক কর্মকাÐ’ হিসেবে দেখা উচিত করে জানিয়েছে এমএসি। মিডল ইস্ট আই।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মসজিদ

১৫ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ