মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
চিলিতে ভুমিকম্প
ল্যাটিন আমেরিকার দেশ চিলির উত্তরাঞ্চলে মঙ্গলবার ৬.৭ মাত্রার শক্তিশালী ভ‚মিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টারের ভ‚তাত্তি¡ক জরিপ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। এর আগে চিলির ওই উপক‚লীয় এলাকার ১০ কিলোমিটার ভ‚গর্ভে ৭ মাত্রার একটি ভ‚মিকম্প হয়। তাৎক্ষণিকভাবে ভ‚মিকম্পে ক্ষয়ক্ষতির পারিমাণ জানা যায়নি। আরব নিউজ, রয়টার্স।
তিন দেশে নিষিদ্ধ
নির্বাচনে জালিয়াতি ও গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেনকোসহ দেশটির উচ্চ পদস্থ ৩০ কর্মকর্তাকে নিষিদ্ধ করেছে তিনটি দেশ। সোমবার এই যৌথ পদক্ষেপ ঘোষণা করে এস্তোনিয়া, লাটভিয়া এবং লিথুয়ানিয়া। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য এবং বাল্টিক অঞ্চলের এই দেশগুলো জানিয়েছে, বেলারুশের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এএফপি।
হুমকি ফেসবুকের
ফেসবুক ও গুগলকে দেশের সংবাদমাধ্যমের সঙ্গে বিজ্ঞাপনের আয় ভাগাভাগি করতে বাধ্য করার বিধি তৈরির নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। এতে করে পোস্ট করা নিউজের জন্য প্রকাশকদেরকে বিশাল অঙ্কের অর্থ দিতে হবে তাদের। এই বিধি তৈরি হলে অস্ট্রেলিয়ার ব্যবহারকারী ও সংবাদমাধ্যমকে নিউজ শেয়ারিংয়ে নিষিদ্ধ করার হুমকি দিলো ফেসবুক কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক বলেছে, প্রস্তাবিত আইন পাস হলে ফেসবুক ও এর অধীনস্থ প্রতিষ্ঠান ইনস্টাগ্রামে অস্ট্রেলিয়ানদের নিউজ শেয়ার করা বন্ধ হয়ে যাবে। বিবিসি।
আফগানিস্তানে নিহত ৩
আফগানিস্তানের প‚র্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের গারদেজ শহরে একটি সামরিক ঘাঁটিতে তালেবানদের আকস্মিক হামলায় সরকারি বাহিনীর তিন সেনা নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস। পাকতিয়া প্রাদেশিক কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল রহমান মঙ্গল বলেন, এই হামলায় আরও পাঁচ কর্মকর্তা আহত হয়েছেন। বন্দুক যুদ্ধে তালেবান যোদ্ধাদের হত্যা করতে সফল হয়েছে নিরাপত্তা বাহিনী। এপি।
ভোট না দেয়ায়
মিসরের সিনেট নির্বাচনে ভোট না দেয়ায় পাঁচ কোটি ৪০ লাখ ভোটারকে দেশটির পাবলিক প্রসিকিউটরের আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন। বুধবার মিসরের নির্বাচন কমিশন এ আদেশ জারি করে। খবরে বলা হয়েছে, গেল সপ্তাহে মিসরে সিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। ৩০০ আসনের এ ভোটে ভোটারদের ২০০ প্রার্থী নির্বাচিত করা সুযোগ ছিল। তবে ৫ কোটি ৪০ লাখ ভোটার ভোট দেয়া থেকে বিরত থাকে, যা দেশটির জনসংখ্যার অর্ধেক। আর মোট ভোটারের ৮৫ শতাংশ। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।