পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নরসিংদীতে আবারও খুনের ঘটনা ঘটেছে। গতকাল ভোরে শহরের ব্রাহ্মণদী খালপাড়ে এ হত্যাকান্ড সংঘটিত হয়। শাহিন নামে এক দুষ্কৃতকারী আমির হোসেন নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে। এ নিয়ে গত ১০ দিনে নরসিংদীতে হত্যাকান্ডের সংখ্যা দাঁড়িয়েছে পাচটি।
হাজিপুর এলাকায় গত ১৯ আগস্ট অপু দাস নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হয়। গত ২৬ আগস্ট রায়পুরার তাত্তাকান্দা এলাকায় একদল দুষ্কৃতকারী দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যা করে। ২৭ আগস্ট বাজির মোড়ের আল মামুন হোটেলে রেশমি আক্তার নামে দুই সন্তানের জননীকে ডেকে নিয়ে হত্যা করেছে তার পাষন্ড স্বামী। এর আগে একই দিনে শিবপুরের দরগারবন্ধ গ্রামে কাজল মিয়া নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে পিটিয়ে হত্যা করেছে দুষ্কৃতিকারীরা।
নরসিংদী থানা পুলিশ জানিয়েছে, শহর সংলগ্ন ঘোড়াদিয়া গ্রামের ফাইজুদ্দিনের আমির হোসেনের সাথে টাকা লেনদেন নিয়ে শাহিনের দ্ব›দ্ব ছিল। এরই জের ধরে শাহীন তাকে বাড়ি থেকে ডেকে আনে। শাহিন তাকে লক্ষ করে গুলি করে। আমির হোসেনের বোন ঘটনাটি পুলিশকে জানালে তাৎক্ষণিকভাবে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে শাহীনকে আমিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।