Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভূমধ্যসাগরে ভাসছে ৪শ’ মানুষ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

অতিরিক্ত যাত্রীবোঝাই একটি উদ্ধারকারী নৌযান থেকে প্রায় ৪০০ জন শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হলেও এখনও অনিশ্চিত তাদের ভাগ্য। কোনও দেশ ঠাঁই না দেয়ায় এখনও ভূমধ্যসাগরেই ভাসছে তাদের ভবিষ্যৎ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শুক্রবার ব্রিটিশ স্ট্রিট আর্টিস্ট বাংকসির অর্থায়নে চলা উদ্ধারকারী নৌযান লুইজ মিশেল জরুরি বিপদসংকেত পাঠায়। তারা জানায়, সাগর থেকে ২০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করায় অতিরিক্ত যাত্রীবোঝাই হয়ে গেছে নৌযানটি। ফলে তাদের আর এগোনোর উপায় নেই। লুইজ মিশেলের ক্রু এবং উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, এসব অভিবাসনপ্রত্যাশী বেশ কয়েকদিন থেকেই সাগরে ভাসছিল। তাদের অনেকের শরীরে পোড়া ক্ষত রয়েছে। আর যে নৌকাগুলো থেকে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়েছে তার একটিতে একজনের লাশ রয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিরা জানিয়েছেন, লুইজ মিশেল উদ্ধার করার আগে তাদের মধ্যে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। জরুরি বিপদসংকেত পাঠানোর পর শনিবার অতিরিক্ত যাত্রীবোঝাই উদ্ধারকারী নৌযান থেকে ৪৯ জনকে ল্যাম্পেডুসা দ্বীপে নিয়ে গেছে ইতালিয়ান কোস্টগার্ড। এদের মধ্যে ৩২ জন নারী, ১৩ শিশু ও চারজন পুরুষ রয়েছেন। বাকি অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে বেশিরভাগকেই লুইজ মিশেল থেকে জার্মান পতাকাবাহী একটি সাহায্যকারী নৌযানে সরিয়ে নেয়া হয়েছে। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ