রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে দেয়ালের নিচে চাপা পড়ে আফছানা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যুর ঘটনায় মামলা করা হয়েছে। শনিবার রাতে নিহত শিশুর বাবা দুলাল মিয়ার বাদী হয়ে বাড়ীর মালিক রেনুয়ারী বেগমসহ তিন জনের নাম উল্লেখ করে অজ্ঞাতা নামায় আরও ৪/৫জনকে আসামি করে এ মামলা দায়েক করা হয়। এ ঘটনায় রাতেই এজারভূক্ত মহিমা নামের এক নারীকে গ্রেফতার করে পুলিশ। গতকাল রোববার সকালে মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার (এসআই) কবির হোসেন মামলার বিষয় নিশ্চিত করে বলেন, বাড়ীর মালিকসহ কয়েকজনের অবহেলার ফলে শিশুটি মারা যায়। এঘটনায় নিহত শিশুর বাবার দায়েক করা মামলায় এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতার অভিযান চলছে। এছাড়াও মামলাটি গুরুত্বপূণ ভাবে তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গত গত শুক্রবার সন্ধ্যার দিকে পৌর শহরের খেজুরতলা এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির নিরাপত্তা (বাউন্ডারি) পাকা দেয়াল ভেঙ্গে পড়ে ঘটনাস্থলেই আফছানা আক্তার (৭) নামে এক শিশুর মৃত্যু হয়। এসময় আলবি (৮) ও রিনা (১১) নামে আরও দু’শিশু গুরুতর আহত হয়েছে। নিহত আফছানা উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ এলাকার রিক্সা চালক দুলাল মিয়ার মেয়ে। তারা খেজুরতলা এলাকায় একটি টিনশেডের বাড়িতে ভাড়া থাকেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।