Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিখ রেজিমেন্টের জেসিও নিহত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

জম্মু ও কাশ্মীরে গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশন্ড অফিসার নিহত হয়েছে। ভারতের দাবি অস্ত্রবিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছে পাকিস্তান। রবিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে অস্ত্রবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ধেয়ে ছুঁড়তে থাকে এলোপাতাড়ি গুলি। জবাব দেয় ভারতীয় বাহিনীও। দুপক্ষের মধ্যে তীব্র গুলি বিনিময়ে মৃত্যু হয় জুনিয়র কমিশন্ড অফিসারের। সেনাবাহিনীর এক কর্মকর্তা বলেছেন, পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ১ শিখ রেজিমেন্টের জেসিও গুরুতর আহত হন। তাকে একটি সেনা মেডিক্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তিনি আহত অবস্থায় মারা যান। জম্মুতে প্রতিরক্ষা মুখপাত্র লেঃ কর্নেল দেবেন্দ্র আনন্দ জেসিওর হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ