মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজধানী কাবুলের উত্তরের প্রদেশ পারওয়ানে ভয়াবহ বন্যায় কমপক্ষে ১৬০ জন মারা গেছেন। সেখানে আরও ১২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। ১৫ জনের সন্ধান এখনও মেলেনি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। পারওয়ান গভর্নরের মুখপাত্র ওয়াহিদা শাহকার বলেন, বন্যা বিধ্বস্ত এলাকায় এখনও উদ্ধার কাজ চলছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্ত‚পের নিচ থেকে লাশ বের করে আনার চেষ্টা করছেন। পারওয়ানে আকস্মিক বন্যার পানির তোড়ে অনেক বাড়িঘর ভেসে যায়। দুর্গত এলাকার বেশিরভাগ মানুষই কৃষক ও শ্রমজীবী বলে জানা গিয়েছে। তাই আগে থেকেই আর্থিক দুর্দশার মধ্যে ছিলেন তারা। আফগান সেনাবাহিনী উদ্ধার ও ত্রাণ বিতরণ কাজে অংশ নিয়েছে। ন্যাটো বাহিনীও সেখানে উদ্ধার ও ত্রাণ কাজে আফগান সেনাদের সাহায্য করছে। অন্যদিকে পাকিস্তানে এখনও পর্যন্ত বন্যায় ৯০ জন প্রাণ হারিয়েছেন। এরমধ্যে সবচেয়ে খারাপ অবস্থা বন্দর নগরী করাচিতে। ধসে পড়েছে বাড়িঘর। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়েও মারা গেছেন মানুষ। রয়টার্স
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।